Last Updated: November 19, 2012 12:21

আসন্ন শীতকালীন অধিবেশনে সংসদে নিজেদের রণকৌশল ঠিক করতে আজ বৈঠকে বসছে এনডিএ। এনডিএর মধ্যে থাকা জেডিইউ ইতিমধ্যেই জানিয়েছে তারা সংসদ অচল করার বিপক্ষে। নিজেদের দাবিদাওয়া নিয়ে সংসদে আলোচনার দাবি জানিয়েছে তারা। অন্যদিকে বামেরাও ১৮৪ ধারায় ভোটাভুটি সহ আলোচনা চাইছে। সংসদে নিজেদের গুরুত্ব ধরে রাখতে এনডিএ বামেদের পথেই চলতে পারে বলে মনে করছে রাজনৈতিক মহল।
একইসঙ্গে তৃণমূল নেত্রী ইউপিএ জোটে অনাস্থার প্রস্তাবে ইতিমধ্যেই কথা বলেছেন বিজেপি নেত্রী সুষমা স্বরাজের সঙ্গে। তবে তৃণমূল নেত্রীর অনাস্থা প্রস্তাবের সঙ্গে বিজেপির হাত মেলানোর সম্ভাবনা ক্ষীণ বলেই মনে করছে সংশ্লিষ্ট মহল। সূত্রের খবর, বিরোধী দল হিসাবে অনাস্থা প্রস্তাব নিয়ে অন্যান্য দলের সঙ্গে কথা বলবে এনডিএ। অনাস্থা প্রস্তাবে জোট গড়ার নেতৃত্ব তারা তৃণমূল কংগ্রেসকে ছাড়বে না বলেই মনে করছে রাজনৈতিক মহল।
First Published: Monday, November 19, 2012, 15:09