Last Updated: Monday, November 19, 2012, 12:21
এনডিএর মধ্যে থাকা জেডিইউ ইতিমধ্যেই জানিয়েছে তারা সংসদ
অচল করার বিপক্ষে। নিজেদের দাবিদাওয়া নিয়ে সংসদে আলোচনার দাবি জানিয়েছে তারা। অন্যদিকে বামেরাও ১৮৪ ধারায় ভোটাভুটি সহ আলোচনা চাইছে। সংসদে
নিজেদের গুরুত্ব ধরে রাখতে এনডিএ বামেদের পথেই চলতে পারে বলে মনে করছে রাজনৈতিক মহল।