Last Updated: November 19, 2011 13:43

ফের সামনে চলে এল এনডিএ জমানায় টেলিকম ক্ষেত্রে বেনিয়মের অভিযোগ। প্রমোদ মহাজন টেলিকম মন্ত্রী থাকাকালীন স্পেকট্রাম বন্টনে অনিয়ম নিয়ে তদন্ত শুরু করেছে সিবিআই। এই ইস্যুতে ইতিমধ্যেই নতুন এফআইআর করেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। দুটি টেলিকম সংস্থার পাশাপাশি এফআইআর করা হয়েছে প্রাক্তন টেলিকম সচিব শ্যামল ঘোষ এবং বিএসএনএলের প্রাক্তন অধিকর্তা জে আর গুপ্তার বিরুদ্ধে। মুম্বইয়ে ভোডাফোন এবং গুরগাঁওতে এয়ারটেল সংস্থার দফতরেও তল্লাসি অভিযান চালিয়েছে সিবিআই। শ্যামল ঘোষ ও জে আর গুপ্তার বাড়িতেও তল্লাসি চালানো হয়েছে। বিজেপির অভিযোগ, সিবিআইকে ব্যবহার করে উদ্দেশ্য প্রণোদিতভাবে এনডিএ জমানাকে জড়ানোর চক্রান্ত করেছে ইউপিএ সরকার।
First Published: Saturday, November 19, 2011, 14:40