Last Updated: Tuesday, March 11, 2014, 09:41
গ্রাহকদের তথ্য ব্রিটিশ গুপ্তচর সংস্থার হাতে তুলে দেওয়ার অভিযোগ উঠল ভোডাফোনের বিরুদ্ধে। সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর, স্বরাষ্ট্র মন্ত্রকের নথিতে ভোডাফোন সম্পর্কে এই অভিযোগ করা হয়েছে। যদিও অভিযোগ অস্বীকার করেছে ভোডাফোন। স্বরাষ্ট্র মন্ত্রকের আভ্যন্তরীণ নিরাপত্তা বিভাগের গোপন নথিতে চাঞ্চল্যকর অভিযোগ উঠল টেলিকম সংস্থা ভোডাফোনের বিরুদ্ধে। সংবাদ সংস্থা পিটিআইয়ের দাবি, ওই নথিতে বলা হয়েছে ব্রিটিশ সংস্থা গভর্মেন্ট কমিউনিকেশন হেড কোয়ার্টারকে গ্রাহকদের গোপন তথ্য সরবরাহ করে ভোডাফোন। গত পাঁচ বছর ধরে ট্রান্স আটলান্টিক কেবলে আড়ি পাতছে ওই ব্রিটিশ গুপ্তচর সংস্থা। ভোডাফোন এবং আমেরিকার আরেকটি সংস্থা তাদের গ্রাহকদের ফোন, ইমেল সংক্রান্ত তথ্য ওই গুপ্তচর সংস্থাকে দিয়েছে বলে দাবি।