গ্রামে গ্রামে ব্যাঙ্ক পরিষেবা পৌঁছে দিতে উদ্যোগি রাজ্য সরকার

গ্রামে গ্রামে ব্যাঙ্ক পরিষেবা পৌঁছে দিতে উদ্যোগি রাজ্য সরকার

গ্রামে গ্রামে ব্যাঙ্ক পরিষেবা পৌঁছে দিতে উদ্যোগি রাজ্য সরকারসারদা কেলেঙ্কারি পর এবার গ্রামে গ্রামে ব্যাঙ্ক পরিষেবা পৌঁছে দিতে উদ্যোগি হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন। আজ নবান্নে ইউনাইটেড ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসেন মুখ্যমন্ত্রী। গ্রাম পঞ্চায়েতগুলির অফিসে ব্যাঙ্কগুলিকে শাখা খুলতে দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।রাজ্য জুড়ে তৈরি হয়েছে একের পর এক ভুঁই ফোড় অর্থলগ্নি সংস্থা। শুধুমাত্র সারদা কেলেঙ্কারীতেই সর্বস্ব খুইয়েছেন কয়েক লক্ষ সাধারণ মানুষ। সারদা কেলেঙ্কারির পর সাধারণ মানুষের আমানতকে সুরক্ষিত করতে উদ্যোগ নিয়েছে রাজ্য।

কিন্তু রাজ্যের প্রায় ৪৩৮টি গ্রাম পঞ্চায়েতে ব্যাঙ্কের কোনও শাখা নেই। আজ এই  সমস্যার সমাধানে ইউবিআই কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকে বসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

ইতিমধ্যেই গ্রামাঞ্চলে ৫০টি শাখা খুলেছে ইউবিআই। তৈরি হয়েছে ২০টি এটিএমও। এই ব্যাঙ্কগুলিতে এর মধ্যেই হাজারের বেশি অ্যাকাউন্ট খোলা হয়ে গিয়েছে। ভবিষ্যতে ইউবিআই বিভিন্ন জেলায় আরও চার হাজার ১২৩টি শাখা খুলবে এই ব্যাঙ্ক।

First Published: Thursday, November 21, 2013, 22:37


comments powered by Disqus