Last Updated: Thursday, November 21, 2013, 22:37
সারদা কেলেঙ্কারি পর এবার গ্রামে গ্রামে ব্যাঙ্ক পরিষেবা পৌঁছে দিতে উদ্যোগি হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন। আজ নবান্নে ইউনাইটেড ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসেন মুখ্যমন্ত্রী। গ্রাম পঞ্চায়েতগুলির অফিসে ব্যাঙ্কগুলিকে শাখা খুলতে দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।রাজ্য জুড়ে তৈরি হয়েছে একের পর এক ভুঁই ফোড় অর্থলগ্নি সংস্থা। শুধুমাত্র সারদা কেলেঙ্কারীতেই সর্বস্ব খুইয়েছেন কয়েক লক্ষ সাধারণ মানুষ। সারদা কেলেঙ্কারির পর সাধারণ মানুষের আমানতকে সুরক্ষিত করতে উদ্যোগ নিয়েছে রাজ্য।