New book reveals: How MMS allowed himself to look like Sonia`s patsy

মনমোহন পুতুলের সুতো বাঁধা ছিল সনিয়ার হাতে

লোকসভা নির্বাচনে কঠিনতম লড়াইয়ের মুখে কংগ্রেস। আর তখনই কংগ্রেসকে রীতিমত বেকায়দায় ফেলে দিল একটি বই। দ্য অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার--দ্য মেকিং অ্যান্ড আনমেকিং অফ মনমোহন সিং নামের বইটি লিখেছেন সঞ্জয় বারু। প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের প্রাক্তন মিডিয়া উপদেষ্টা সঞ্জয় বারু তাঁর বইয়ে বলেছেন, "দ্বিতীয় দফার ইউপিএ সরকারে নামেই প্রধানমন্ত্রী ছিলেন মনমোহন সিং। আমলা নিয়োগ থেকে শুরু করে যাবতীয় সিদ্ধান্তই নিতেন সোনিয়া গান্ধী।"

তাঁর ২০১ পাতার বইয়ে সঞ্জয় বারু আরও বলেছেন, ১০ জনপথের কাছে কার্যত আত্মসমর্পণ করেছিলেন মনমোহন সিং। যদিও বিবৃতি প্রকাশ করে এর প্রতিবাদ জানিয়েছে প্রধানমন্ত্রীর দফতর। বিবৃতিতে বলা হয়েছে, তত্কালীন পদের সুযোগ নিয়ে মিথ্যা কথা বলেছেন বারু। তার যাবতীয় কথাই ভিত্তিহীন। ওই বিবৃতিতে আরও বলা হয়েছে, বাজারি ফয়দার জন্যই এসব কথা বলেছেন সঞ্জয় বারু। স্বভাবতই লোকসভা ভোটের সময় সঞ্জয় বারুর এই বই প্রকাশে আহ্লাদিত বিজেপি। বহুদিন ধরেই মনমোহন সিংকে দুর্বল প্রধানমন্ত্রীর তকমা দিয়ে আসছিল তারা। তবে কংগ্রেসের তরফে এনিয়ে কোনও মন্তব্য পাওয়া যায়নি।

First Published: Saturday, April 12, 2014, 09:05


comments powered by Disqus