The Accidental Prime - Latest News on The Accidental Prime| Breaking News in Bengali on 24ghanta.com
মনমোহন পুতুলের সুতো বাঁধা ছিল সনিয়ার হাতে

মনমোহন পুতুলের সুতো বাঁধা ছিল সনিয়ার হাতে

Last Updated: Saturday, April 12, 2014, 09:05

লোকসভা নির্বাচনে কঠিনতম লড়াইয়ের মুখে কংগ্রেস। আর তখনই কংগ্রেসকে রীতিমত বেকায়দায় ফেলে দিল একটি বই। দ্য অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার--দ্য মেকিং অ্যান্ড আনমেকিং অফ মনমোহন সিং নামের বইটি লিখেছেন সঞ্জয় বারু। প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের প্রাক্তন মিডিয়া উপদেষ্টা সঞ্জয় বারু তাঁর বইয়ে বলেছেন, "দ্বিতীয় দফার ইউপিএ সরকারে নামেই প্রধানমন্ত্রী ছিলেন মনমোহন সিং। আমলা নিয়োগ থেকে শুরু করে যাবতীয় সিদ্ধান্তই নিতেন সোনিয়া গান্ধী।"