সিক নিউবর্ন কেয়ার ইউনিট চালু হল বিসি রায় হাসপাতালে, New Born care unit inaugarated by Sudip Bandopad

সিক নিউবর্ন কেয়ার ইউনিট চালু হল বিসি রায় হাসপাতালে

সিক নিউবর্ন কেয়ার ইউনিট চালু হল বিসি রায় হাসপাতালেনতুন চিকিত্সক ও চিকিত্সা কর্মী ছাড়াই সোমবার সিক নিউবর্ন কেয়ার ইউনিট চালু হল বিসি রায় শিশু হাসপাতালে। তড়িঘিড়ি এই বিভাগের উদ্বোধন করেন কেন্দ্রীয় স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুদীপ বন্দ্যোপাধ্যায়। শিশুমৃত্যু প্রসঙ্গে তাঁর মন্তব্য, ঘটনায় রাজ্য সরকার উদ্বিগ্ন। তবে এ ব্যাপারে  কেন্দ্রের দায়িত্ব এড়িয়ে তিনি মন্তব্য করেন বিষয়টি রাজ্যসরকারের অধীন। তাই কেন্দ্রের বিশেষ কিছু করার নেই। অনুষ্ঠানে সুদীপ বন্দ্যোপাধ্যায় ছাড়াও ছিলেন রাজ্য স্বাস্থ্য দফতরের শীর্ষ কর্তারা। অ্যানেক্স বিল্ডিং-এ গুরুত্বপূর্ণ এই বিভাগ চালু হলেও, তার জন্য নতুন করে কোনও চিকিত্সক, নার্স বা কর্মী নিয়োগ হয়নি। ফলে এই  বিভাগ চালু হলেও পরিষেবার কতটা উন্নতি হবে তা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে। যদিও হাসপাতালের কর্তৃপক্ষের দাবি, নতুন নিয়োগ না হলেও পরিষেবা সামাল দিতে কোনও অসুবিধা হবে না।   

First Published: Tuesday, November 1, 2011, 10:11


comments powered by Disqus