Last Updated: Saturday, September 7, 2013, 10:33
ফের শিশু মৃত্যুর মিছিল বিসি রায় হাসপাতালে। গত চার দিনে হাসপাতালে মৃত্যু হয়েছে ৩২টি শিশুর। বেশির ভাগ শিশুই অন্য হাসপাতাল থেকে রেফার হয়ে ভর্তি হয়েছিল বিসি রায়ে। শিশুমৃত্য প্রতিরোধে রাজ্য সরকারের গঠিত টাস্ক ফোর্সের প্রধান ত্রিদিপ বন্দ্যোপাধ্যায়ের দাবি, দায় এড়াতেই অনেক ক্ষেত্রে মুমূর্ষ শিশুদের বিভিন্ন হাসপাতাল বিসি রায়ে রেফার করে দিচ্ছে।