মধ্যযুগীয় বর্বরতা, কলকাতার বুকে সদ্যজাত কন্যা সন্তান আছড়ে খুন করল বাবা

মধ্যযুগীয় বর্বরতা, কলকাতার বুকে সদ্যজাত কন্যা সন্তান আছড়ে খুন করল বাবা

মধ্যযুগীয় বর্বরতা, কলকাতার বুকে সদ্যজাত কন্যা সন্তান আছড়ে খুন করল বাবামধ্যযুগীয় নৃসংশতার সাক্ষী রইল তারাতলার ব্রেজব্রিজ এলাকা। দেড়মাসের মেয়েকে মাটিতে আছড়ে খুন করল বাবা। ছোট্ট পূজার অপরাধ,অভাবের সংসারে মেয়ে হয়ে জন্মেছিল সে! বাবাকে গ্রেফতার করেছে পুলিস ।সোমবার ভোরের আলো ভালো করে ফোটার আগেই ফের আঁধারে ঢেকে গেল ব্রেসব্রিজে তিন নম্বর ঝুপড়ি। দেড়মাসের সদ্যোজাত মেয়েকে মাটিতে আছড়ে ফেলে খুন করল বাবা!

বাবা অরুণ বিশ্বাসের কোনও উপার্জন নেই। ভিক্ষা করে কোনও ক্রমে দিন কাটে পরিবারের। এর আগেও কন্যাসন্তানের জন্ম দিয়েছেন মা। দ্বিতীয়টিও কন্যা সন্তান হওয়ায় পরিবারে শুরু হয়েছিল অশান্তি। তবে প্রতিবেশীদের অভিযোগ,খাবার পয়সা না জুটলেও নিয়মিত নেশার পয়সার অভাব হত না বাবার।

সকালে ব্রেজব্রিজ স্টেশনের প্ল্যাটফর্ম থেকে শিশুকন্যাটির দেহ উদ্ধার হয়। পরে মাঝেরহাট স্টেশন থেকে গ্রেফতার করা হয় অরুন বিশ্বাসকে। মেয়ে হয়ে জন্মানোর জন্যই কি খুন হতে হল পুজাকে? ব্রেসব্রিজ স্টেশনে পড়ে থাকা ছোট্ট পূজার দেহ আবারও সেই প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দিল গোটা সমাজকে।


First Published: Monday, June 30, 2014, 18:36


comments powered by Disqus