Last Updated: Monday, June 30, 2014, 18:36
মধ্যযুগীয় নৃসংশতার সাক্ষী রইল তারাতলার ব্রেজব্রিজ এলাকা। দেড়মাসের মেয়েকে মাটিতে আছড়ে খুন করল বাবা। ছোট্ট পূজার অপরাধ,অভাবের সংসারে মেয়ে হয়ে জন্মেছিল সে! বাবাকে গ্রেফতার করেছে পুলিস ।সোমবার ভোরের আলো ভালো করে ফোটার আগেই ফের আঁধারে ঢেকে গেল ব্রেসব্রিজে তিন নম্বর ঝুপড়ি। দেড়মাসের সদ্যোজাত মেয়েকে মাটিতে আছড়ে ফেলে খুন করল বাবা!