Last Updated: June 24, 2013 11:05

মিলছে না কেন্দ্রীয় বাহিনী, নতুন করে জটিলতা পঞ্চায়েত ভোটকে ঘিরে। আজ আদালতে জানানো হয়েছে, দেশের বর্তমান পরিস্থিতিতে রাজ্যকে পঞ্চায়েত ভোটের জন্য বাহিনী দিতে অপারগ কেন্দ্র।
একদিকে উত্তরাখণ্ডের বন্যা পরিস্থিত, অন্যদিকে মাওবাদী সমস্যা। দুয়ে মিলে এখনই রাজ্যকে বাহিনী দিতে পারবে না বলেই জানানো হয়েছে কেন্দ্রের তরফে। পঞ্চায়েত নির্বাচনে প্রয়োজনীয় বাহিনী নিয়ে আজ কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে শুনানি ছিল। ফলে প্রথম দফার পঞ্চায়েত ভোট নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। গতকাল সাংবাদিকদের তৃণমূল কংগ্রেস সর্বভারতীয় সাধারণ সম্পাদক মুকুল রায় জানিয়েছেন, ভোট না হলে বিনাপ্রতিদ্বন্দীতায় যাঁরা জয়ী হয়েছেন, তাঁরা আদালতে যেতে পারেন। কমিশন সূত্রে খবর আদালতের রায় দেখেই তারা পরবর্তী পদক্ষেপ ঠিক করবেন। প্রয়োজনে সুপ্রীম কোর্টে যাওয়ারও ইঙ্গিত দিয়েছে কমিশন।
First Published: Monday, June 24, 2013, 11:05