Last Updated: March 23, 2014 21:28
চিনের পর এবার ফ্রান্স। মালয়েশিয়ার নিখোঁজ বিমানের হদিশ পেতে এবার উপগ্রহ চিত্র পাঠালো ফ্রান্স। আর এই ছবিতেও নির্দেশ সেই ভারত মহাসাগরের দক্ষিণ অংশই। বসে নেই অস্ট্রেলিয়াও। প্রায় একই জায়গায় কাঠের কার্গোর সন্ধান পেয়েছে বলে জানিয়েছে তারাও। ওই কার্গোতে বেল্ট আর স্ট্র্যাপ জড়ানো রয়েছে বলেও দাবি করেছে অসি এয়ারক্র্যাফ্টের।
গতকালই উপগ্রহ চিত্রে ভাসমান বস্তুর সন্ধান দিয়েছিল চিন। ভারত মহাসাগরের সাড়ে বাইশ মিটার লম্বা আর তেরো মিটার চওড়া বস্তুর হদিশ দিয়েছিল তারা। এবার তার কাছাকাছিই ধ্বংসাবশেষ রয়েছে বলে আশঙ্কা দানা বাঁধল ফ্রান্সের পাঠানো ছবিতে। ষোলোদিন ধরে ক্রু ও যাত্রী মিলিয়ে দুশো উনচল্লিশজনকে নিয়ে নিখোঁজ মালয়েশিয়ার বিমান MH 370.
First Published: Sunday, March 23, 2014, 21:28