মধ্যস্থতাকারীদের প্রতি অনাস্থা, নতুন চিঠিতে কড়া অবস্থানের হুমকি মাওবাদীদের

মধ্যস্থতাকারীদের প্রতি অনাস্থা, নতুন চিঠিতে কড়া অবস্থানের হুমকি মাওবাদীদের

মধ্যস্থতাকারীদের প্রতি অনাস্থা, নতুন চিঠিতে কড়া অবস্থানের হুমকি মাওবাদীদেরজঙ্গলমহলে শান্তি আলোচনা নিযে এবার কড়া অবস্থান নিল মাওবাদীরা। মধ্যস্থতাকারীদের চিঠি দিয়ে তাঁদের প্রতি অনাস্থাই জানাল মাওবাদীরা। মাওবাদী নেতা আকাশ তাঁর চিঠিতে পরিস্কার জানিয়ে দিয়েছেন, শান্তি আলোচনার ব্যাপারে সরকার পরবর্তী পদক্ষেপ নিতে চাইলে তা লিখিতভাবে জানাতে হবে মাওবাদীদের। মধ্যস্থতাকারী ও মাওবাদীদের যৌথ স্বাক্ষরিত যে প্রস্তাব দেওয়া হয়েছিল তাও বাতিল বলে ঘোষণা করা হয়েছে। অর্থাৎ এরাজ্যে মাওবাদীদের সঙ্গে সরকারের যে শান্তি প্রক্রিয়া শুরু হয়েছিল তা কার্যত থমকে গেল। সরকার ও ইতিমধ্যে মাওবাদীদের হুঁশিয়ারি দিয়ে যৌথবাহিনীর অভিযান আরও জোরদার করেছে।

First Published: Monday, November 14, 2011, 15:52


comments powered by Disqus