অডিও, ভিডিও সিডির নকল আটকাতে নয়া অর্ডিন্যান্স জারির পথে রাজ্য সরকার

অডিও, ভিডিও সিডির নকল আটকাতে নয়া অর্ডিন্যান্স জারির পথে রাজ্য সরকার

Tag:  Fake CD DVD State govt.
অডিও, ভিডিও সিডির নকল আটকাতে নয়া অর্ডিন্যান্স জারির পথে রাজ্য সরকারঅডিও, ভিডিও সিডির নকল আটকাতে নতুন অর্ডিন্যান্স জারি করতে চলেছে রাজ্য সরকার।  আজ রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে। সারদাকাণ্ডে প্রতারিতদের টাকা ফেরত দেওয়ার সময় মন্ত্রীদের জেলায় থাকারও নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। কোন মন্ত্রী কোন জেলায় থাকবেন তাও নির্দিষ্ট করে দেওয়া হয়েছে আজকের ক্যাবিনেট বৈঠকে।  গান ও সিনেমার নকল অডিও এবং ভিডিও সিডি দেদার বিকোচ্ছে বাজারে। এরফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে গোটা ফিল্ম ইন্ডাস্ট্রি। মার খাচ্ছেন শিল্পীরাও। মুখ্যমন্ত্রীর কাছে দীর্ঘদিন ধরেই এই অভিযোগ জানিয়ে আসছিলেন শিল্পীরা। এবার গান ও সিনেমার নকল আটকাতে অর্ডিন্যান্স জারি করতে চলেছে রাজ্য সরকার। শুক্রবার রাজ্য মন্ত্রিসভার ক্যাবিনেট বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে।

ওয়েস্ট বেঙ্গল প্রহিবিশন অডিও ভিডিও পাইরেসি অর্ডিন্যান্স ২০১৩ এই অর্ডিন্যান্সটি মন্ত্রিসভার বৈঠকে এদিন পাস হয়। crpc 1973 অনুযায়ী নকল করলে তিন থেকে সাত বছরের জেল এবং পঁচিশ হাজার থেকে এক লক্ষ টাকা পর্যন্ত জরিমানা নেওয়া হবে। জামিন অযোগ্য ধারায় গ্রেফতার করা হবে। 
 
সম্প্রতি সারদাকাণ্ডে প্রতারিত হয়েছেন এমন একহাজার জনকে টাকা ফেরত দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন মুখ্যমন্ত্রী। টাকা ফেরত দেওয়ার অনুষ্ঠানে কোন জেলায় কোন মন্ত্রী থাকবেন তাও নির্দিষ্ট করে দেওয়া হয়েছে শুক্রবারের বৈঠকে। কলকাতায় থাকবেন সুব্রত মুখার্জি, উত্তর ২৪ পরগনায় থাকবেন জ্যোতিপ্রিয় মল্লিক, দক্ষিণ ২৪পরগনায় থাকবেন পার্থ চ্যাটার্জি, অরূপ বিশ্বাস, উত্তরবঙ্গে থাকবেন গৌতম দেব। একইসঙ্গে পুজোর সময় যাতে জেলাগুলিতে আইনশৃঙ্খলার কোনও অবনতি না হয় সেজন্য মন্ত্রীদের জেলায় থাকার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।
 
       

First Published: Friday, September 27, 2013, 21:32


comments powered by Disqus