Last Updated: Saturday, February 9, 2013, 16:28
ভালবাসা মানে কী জেন ওয়াইয়ের কাছে শুধুই আর্চিস গ্যালারি? এই প্রজন্ম প্রেমের মানে বোঝে না, গুরুত্ব দেয় না সম্পর্কের গভীরতায়, এই সব সমালোচনাতো কান পাতলেই মুখিয়ে থাকে নতুনদের জন্য। আমাদের অভিজ্ঞতা কিন্তু অন্য বার্তা দিচ্ছে। একাল হোক বা সেকাল প্রেমের ম্যাজিক কিন্তু আজও একই রকম, চিরন্তন।
হ্যাঁ, এখন হয়ত চ্যাট ফ্রেন্ড, ব্লাইন্ড ডেট,আর্চিস, সিসিডি, মাল্টিপ্লেক্স-এর মত কিছু শব্দ যোগ হয়েছে প্রেমিক-প্রেমিকাদের ডিকসেনারিতে। তাতে ক্ষতি কী? ওনলাইন প্রেমের সঙ্গেই কিন্তু আজও একই ভাবে প্রাসঙ্গিক অভিমানী চোখের ভালবাসার বন্যা। দূরভাষ নিশ্চুপে অনুভূতির হাসি শোনার জন্য এই প্রজন্মের কানও একই ভাবে অপেক্ষা করে থাকে। আমাদের ছোট্ট অভিজ্ঞতার ঝুলি থেকে কিছু নিয়ে এলাম আপনাদের জন্য। হয়ত এদের মধ্যেই আপনি খুঁজে পাবেন আপনাকেও, আপনাদের সম্পর্ককেও।