Last Updated: May 2, 2014 09:37

মালয়েশিয়ার নিখোঁজ বিমান MH থ্রি সেভেন জিরো নিয়ে চাঞ্চল্যকর রিপোর্ট পেশ করল সেদেশের পরিবহণ মন্ত্রক। রিপোর্টে বলা হয়েছে, রেডার থেকে রহস্যজনক ভাবে হারিয়ে যাওয়ার বেশ কিছুক্ষণ পর বিষয়টি সকলের নজরে আসে। ভিয়েতনামের হো চি মিন আন্তর্জাতিক বিমানবন্দরের ATC প্রথম লক্ষ্য করে যে রেডারে উড়ান MH থ্রি সেভেন জিরের কোনও হদিশ নেই। তারাই তখন কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরের এয়ার ট্রাফিক কন্ট্রোলের কাছে বিষয়টি জানতে চায়।
এরপরই শুরু হয় খোঁজখবর নেওয়া। সিঙ্গাপুর, হংকং এবং কম্বোডিয়ার বিভিন্ন ATC-কে জিজ্ঞাসাবাদ করেও নিরুদ্দেশ হয়ে যাওয়া বিমান সম্পর্কে কোনও খবর না মেলায়, তড়িঘড়ি সতর্ক করা হয় কুয়ালালামপুর রেসক্যু কোর্ডিনেশন সেন্টারকে। শুরু হয় তল্লাসি। তবে সেই কাজ শুরু হতে লেগে যায় চার ঘণ্টা। মালয়েশিয়ার পরিবহণ মন্ত্রকের তৈরি এই রিপোর্ট জমা পড়েছে রাষ্ট্রসংঘের আন্তর্জাতিক অসামরিক বিমান পরিবহণ সংস্থার দফতরে। যদিও সেই চার ঘণ্টায় কি ঘটেছিল, তার কোনও উল্লেখ নেই রিপোর্টে।
First Published: Friday, May 2, 2014, 09:37