New town killing

ঘরে ঢুকে যুবককে খুন নিউটাউনে

ঘরে ঢুকে এক যুবকের ওপর গুলি চালানোর ঘটনায় উত্তেজনা ছড়াল নিউটাউন এলাকায়। শনিবার সন্ধেবেলা নন্দন নগরের বাসিন্দা রঞ্জিত মিস্ত্রির খোঁজে তাঁর বাড়িতে আসে এক যুবক।

এরপর রঞ্জিতবাবুর ঘরে ঢুকে আচমকাই তাঁর দিকে বন্দুক তাক করে এক রাউন্ড গুলি চালায় ওই দুষ্কৃতী। রঞ্জিতবাবুর মার চিত্‍কারে ছুটে এসে ওই দুষ্কৃতীকে হাতেনাতে ধরে ফেলেন স্থানীয় বাসিন্দারা। ব্যাপক মারধরের পর তাকে তুলে দেওয়া হয় নিউটাউন থানার পুলিসের হাতে। রক্তাক্ত অবস্থায় রঞ্জিতবাবুকে ভর্তি করা হয় আর জি কর হাসপাতালে। ঠিক কি কারণে এমন ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখছে পুলিস।

First Published: Sunday, December 22, 2013, 11:03


comments powered by Disqus