Last Updated: Saturday, June 8, 2013, 09:22
ফের ধর্ষণ করে খুনের অভিযোগ উঠল বারাসত থানা এলাকায়। গতকাল দ্বিতীয় বর্ষের এক ছাত্রীর ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয় এলাকার কামদানির একটি ভেড়ির ধার থেকে। পরিবারের অভিযোগ ধর্ষণ করে খুন করা হয়েছে ওই ছাত্রীকে। রাতে দোষীদের শাস্তির দাবিতে রাজারহাট মোড় অবরোধ করেন ক্ষুব্ধ বাসিন্দারা। পরিবারের অভিযোগের ভিত্তিতে তিনজনকে গ্রেফতার করেছে পুলিস। অন্যদিকে এই ঘটানায় আজ সকাল থেকেই ক্ষুব্ধ এলাকাবাসী রাস্তায় নেমে প্রতিবাদ জানাচ্ছেন। ঘটনাস্থলে সিআইডির প্রতিনিধি দল উপস্থিত হয়েছে।