Last Updated: November 18, 2013 23:24
নিউ টাউনের নাম জ্যোতি বসু নগর হচ্ছে না। ২০১১ সালে বাম সরকারের আনা নিউ টাউন সংক্রান্ত বিল প্রত্যাহার করে নিচ্ছে রাজ্য। এর ফলে পাকাপাকি ভাবে বামদের নেওয়া সিদ্ধান্ত বাতিল করে দিল বর্তমান রাজ্য সরকার। এগারো সালে আনা ওই বিলে নিউ টাউনের নাম জ্যোতি বসু নগর রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।
২০১১ সালের মার্চে সংশোধনী আনা হয় ২০০৭ সালের নিউ টাউন কলকাতা ডেভেলপমেন্ট অ্যাক্টে। ওই সংশোধনীতে প্রস্তাব রাখা হয়, নিউ টাউনের নাম বদল করে রাখা হবে জ্যোতি বসু নগর। সর্বসম্মতভাবে ওই সংশোধনী বিধানসভায় পাশ হয়ে যাওয়ার পর রাজ্যপালের কাছে বিলটি পাঠানো হয়। এর ঠিক দুমাস পর, মে মাসে বিশাল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাজ্যে সরকার গঠন করে তৃণমূল কংগ্রেস। দায়িত্ব নেওয়ার পর রাজ্যের নতুন নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম জানিয়ে দেন, নিউ টাউনের নাম জ্যোতি বসু নগর হোক, এটা সরকারপক্ষ চায় না। স্বাভাবিকভাবেই নতুন সরকারের এই সিদ্ধান্তের বিরোধিতা করে বামেরা। এরপর বিষয়টি ধামাচাপা পড়ে যায়। বিধানসভার চলতি অধিবেশনেই আগামী ২৬ নভেম্বর ২০১১ সালের ওই বিল প্রত্যাহার করে নিতে চলেছে রাজ্য সরকার। তবে কেন এই সিদ্ধান্ত সেবিষয়ে স্পষ্ট করে কিছু বলতে চাননি শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।
এগারো সালে আনা বিল খারিজ করার পাশাপাশি ২০০৭ সালের মূল অ্যাক্টের ওপরও নতুন করে সংশোধনী আনা হচ্ছে। এগারো সালের বিল প্রত্যাহার করে নেওয়ার অর্থ জ্যোতি বসুর নামে নিউ টাউনের নামকরণের বিষয়টি খারিজ করে দেওযা। তার পরিবর্তে অন্য কোনও মনীষীর নামে নিউ টাউনের নামকরণের সম্ভাবনা রয়েছে বলে নগরোন্নয়ন দফতরসূত্রে খবর। বাম আমলে আনা সংশোধনী পাঠানো হয়েছিল রাজ্যপালের কাছে। নামকরণের ওই প্রস্তাব সম্পর্কে রাজ্যপালের বক্তব্য অবশ্য এখনও জানা যায়নি। এই প্রশ্নে মুখে কুলুপ এঁটেছেন সরকারপক্ষ।
First Published: Monday, November 18, 2013, 23:24