Last Updated: Monday, November 18, 2013, 23:24
নিউ টাউনের নাম জ্যোতি বসু নগর হচ্ছে না। ২০১১ সালে বাম সরকারের আনা নিউ টাউন সংক্রান্ত বিল প্রত্যাহার করে নিচ্ছে রাজ্য। এর ফলে পাকাপাকি ভাবে বামদের নেওয়া সিদ্ধান্ত বাতিল করে দিল বর্তমান রাজ্য সরকার। এগারো সালে আনা ওই বিলে নিউ টাউনের নাম জ্যোতি বসু নগর রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।