প্রজাতন্ত্র দিবসে নতুন অস্ত্রের প্রদশর্ন

প্রজাতন্ত্র দিবসে নতুন অস্ত্রের প্রদশর্ন

প্রজাতন্ত্র দিবসে নতুন অস্ত্রের প্রদশর্ননিয়ন্ত্রণরেখায় পাক বর্বরতার তিক্ত স্মৃতি নিয়ে চৌষট্টিতম প্রজাতন্ত্র দিবস পালন করতে চলেছে ভারত। শত্রুকে বার্তা দিতে এবারের কুচকাওয়াজে বেশ কিছু অত্যাধুনিক সামরিক অস্ত্রের প্রদর্শনী হবে।  

নিয়ন্ত্রণরেখায় পাক বর্বরতা নিয়ে ইতিমধ্যেই যথেষ্ট ক্ষোভ ছড়িয়েছে সেনাবাহিনীর মধ্যে। জওয়ানদের মনোবল ফেরাতে এবার প্রজাতন্ত্র দিবসের কুজকাওয়াজে বেশ কিছু অত্যাধুনিক অস্ত্রের প্রদর্শনী করবে ভারত।

এই প্রথমবার প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে অর্জুন ট্যাঙ্কের প্রদর্শনী করতে চলেছে ভারতীয় সেনা। পরমাণু অস্ত্রবহনে সক্ষম অগ্নি পাঁচ মিসাইল এবং দেশীয় প্রযুক্তি তৈরি পিনাকি রকেট লঞ্চারেরও প্রদর্শনী হবে। আছে রাসায়ানিক ও পরমাণু অস্ত্রাঘাত প্রতিরোধে সক্ষম সিবিআরএন সাঁজোয়া গাড়ি । আকর্ষণ থাকবে ব্রাহমোস মিসাইলকে ঘিরেও।

এবারের কুচকাওয়াজে মহিলা ক্ষমতায়নের বিষয়টিও প্রাধান্য পাবে। সেবা মেডেল পাবেন তিন মহিলা অফিসার।

First Published: Thursday, January 24, 2013, 11:42


comments powered by Disqus