Last Updated: Wednesday, April 18, 2012, 21:43
পরমাণু অস্ত্র বহনে সক্ষম `ভূমি থেকে ভূমি` ক্ষেপণাস্ত্র অগ্নি-৫-এর সফল পরীক্ষামূলক উত্ক্ষেপণ বাতিল করল ভারতীয় প্রতিরক্ষা গবেষণা সংস্থা ডিআরডিও। বুধবার সকালে ওড়িশার বালেশ্বর উপকূলের কাছে `ইন্টিগ্রেটেড টেস্ট রেঞ্জ`(আইটিআর)-এর একটি `লঞ্চিং প্যাড` থেকে উত্ক্ষেপণ করার কথা ছিল।