আজ থেকে নতুন মহাকরণের পথ চলা শুরু, মুখ্যমন্ত্রী অফিস করবেন শনিবার থেকে

আজ থেকে শুরু হল 'নবান্ন'-র পথ চলা, মুখ্যমন্ত্রী অফিস করবেন পরশু থেকে

আজ থেকে শুরু হল 'নবান্ন'-র পথ চলা, মুখ্যমন্ত্রী অফিস করবেন পরশু থেকেআজ থেকে সরকারি কাজকর্ম শুরু হচ্ছে হাওড়ায় নতুন মহাকরণ `নবান্ন`তে। আনুষ্ঠানিকভাবে পথচলা শুরু করার দু দিন আগে থেকেই আজ শুরু হচ্ছে নব মহাকরণের কাজ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন মহাকরণে অফিস করবেন শনিবার থেকে।

কাল, শুক্রবার রাতে মুখ্যমন্ত্রী সহ দুই আমলার দফতরের নথিপত্র সরিয়ে নিয়ে যাওয়া হবে নতুন মহাকরণে। বুধবার গান্ধীজয়ন্তীর কাজ থাকা সত্ত্বেও গোটা দিন ধরে মহাকরণ থেকে বিভিন্ন দফতরের ফাইলপত্র সরিয়ে নিয়ে যাওয়ার কাজ চলে।





First Published: Thursday, October 3, 2013, 12:06


comments powered by Disqus