Last Updated: Thursday, October 3, 2013, 11:17
আজ থেকে সরকারি কাজকর্ম শুরু হচ্ছে হাওড়ায় নতুন মহাকরণ `নবান্ন`তে। আনুষ্ঠানিকভাবে পথচলা শুরু করার দু দিন আগে থেকেই আজ শুরু হচ্ছে নব মহাকরণের কাজ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন মহাকরণে অফিস করবেন শনিবার থেকে।