আদতে যমজ, কিন্তু জন্ম নিল দুই ভিন্ন বছরে

আদতে যমজ, কিন্তু জন্ম নিল দুই ভিন্ন বছরে

Tag:  Twin Babies 2014 2013
আদতে যমজ, কিন্তু জন্ম নিল দুই ভিন্ন বছরেআদতে যমজ, কিন্তু জন্মনিল দুই ভিন্ন বছরে। দুই মা তাদের ২০১৩ সালের শেষ দুই সন্তানের জন্ম দেওয়ার সঙ্গে সঙ্গেই ২০১৪ সালের প্রথম দুই সন্তানেরও জন্ম দিলেন। কয়েক মিনিটের ফারাক। তার মধ্যেই এই দুই মায়ের দুই সন্তান দুই ভিন্ন বছরের পৃথিবীর প্রথম আলো দেখল।

২০১৩ সালের ৩১ ডিসেম্বর, রাত ১১টা ৫৮তে ওয়াশিংটনের ঈয়ালেনি স্যান্তোস তোহালিনো তাঁর প্রথম কন্যা সন্তানের জন্ম দেন। ২০১৪ সালের ১ জানুয়ারি রাত ১২টা ১মিনিটে এই শিশু কন্যার যমজ ভাই ভূমিষ্ট হয়।

অন্যদিকে টরেন্টোতে গত বছরের শেষ মাসের ৩১ তারিখ রাত ১১টা ৫২ তে লিন্ডসে সালাগুইরো জন্ম দেন এক কন্যা সন্তানের। চলতি বছরের প্রথম মাসের প্রথম দিন রাত ১২টা বেজে ৩৮ সেকেন্ডে তাঁর যমজ কন্যার অপর জন্য পৃথিবীর আলো দেখে।


First Published: Thursday, January 2, 2014, 16:15


comments powered by Disqus