Last Updated: February 25, 2012 10:48

ফের শিশু মৃত্যু বিসি রায় শিশু হাসপাতালে। শনিবার সকালে একটি শিশু মৃত্যুকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়াল বিসি রায় হাসপাতালে। চিকিত্সায় গাফিলতির জেরেই শিশুটির মৃত্যু হয়েছে বলে অভিযোগ পরিবারের।
রবিবার নিউমোনিয়া নিয়ে ভর্তি করা হয় শিশুটিকে। সে দিন থেকেই তার স্যালাইন চলছিল। বৃহস্পতিবার রাতে তার স্যালাইন খুলে দেওয়া হয়। শুক্রবার রাত থেকেই প্রবল জ্বর আসে শিশুটির। অভিযোগ, বার নার্সকে বলা সত্ত্বেও কোনও রকম ব্যবস্থা নেওয়া হয়নি।
এই ঘটনার জেরে এদিন সকাল থেকেই হাসপাতাল চত্বরে বিক্ষোভ দেখাতে শুরু করেন পরিবারের লোকেরা। অবরোধ করা হয় নারকেল ডাঙা মেইন রোড। কর্তব্যে গাফিলতির অভিযোগে নার্সদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন মৃত শিশুর পরিবার।
First Published: Saturday, February 25, 2012, 10:48