Last Updated: Wednesday, October 26, 2011, 13:33
বি সি রায় হাসপাতালে ফের শিশুমৃত্যু নিয়ে গঠিত হল তদন্ত কমিটি। হাসপাতালের বিভাগীয় প্রধানদের নিয়ে গঠিত ওই কমিটি স্বাস্থ্যসচিবের কাছে রিপোর্ট দেবে। রিপোর্টে সন্তুষ্ট না হলে স্বাস্থ্য দফতর নতুন করে কমিটি গঠন করতে পারে। জুন মাসে বিসি রায় হাসপাতালে দুদিনে উনিশটি শিশুমৃত্যুর পরও তদন্ত কমিটি গড়া হয়েছিল। হাসপাতালের পরিকাঠামো উন্নয়নের কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। কিন্তু, গত চারমাসেও পরিস্থিতি যে বিশেষ পাল্টায়নি তার প্রমাণ মিলল গত দুদিনে।