Last Updated: February 11, 2014 16:49

নিডো তানিয়ামের হত্যার বিচার চেয়ে ফের রাহুল গান্ধীর দ্বারস্থ হল তাঁর পরিবার। তানিয়ামের মৃত্যুর জন্য দিল্লি পুলিসকেই দায়ী করেছে তাঁর পরিবার। একইসঙ্গে বৈষম্যমূলক আচরণ দূর করতে সচেতনতা বৃদ্ধির দাবিও জানিয়েছেন তাঁরা। এই দাবি নিয়ে কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী ও প্রধানমন্ত্রীর সঙ্গেও তাঁরা দেখা করবেন বলে জানিয়েছেন তানিয়ামের বাবা ও মা।
গতকালই দিল্লি হাইকোর্টে জমা পড়েছে অরুণাচলের ছাত্রের ময়নাতদন্তের রিপোর্ট। রিপোর্টে নিডো তানিয়ামের মাথায় অভ্যন্তরীণ রক্তক্ষরণের উল্লেখ রয়েছে। রিপোর্ট পেয়েই কেন্দ্রকে উত্তরপূর্বাঞ্চলের ছাত্রদের নিরাপত্তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেয় দিল্লি হাইকোর্ট। সেই সংক্রান্ত রিপোর্ট আজই জমা পড়বে হাইকোর্টে।
নিডোর দেহের ময়নাতদন্তের রিপোর্টে ধরা পড়েছে তাঁর মাথায় ও মুখে গভীর আঘাতের চিহ্ণ মিলেছে। সোমবার ময়নাতদন্তের রিপোর্ট জমা দেওয়া হবে দিল্লি হাইকোর্টে।
First Published: Tuesday, February 11, 2014, 16:51