Last Updated: June 2, 2014 15:12

নাইজেরিয়ার উত্তর পশ্চিমাঞ্চলের একের পর এক গ্রামে হামলা চালিয়ে বহু নিরীহ মানুষকে হত্যা করল বোকো হারাম জঙ্গিরা। ক্যামেরুন সীমান্তবর্তী বোর্নো প্রদেশের গাম্বরু নগালা জেলায় চারটি গ্রামে সেনার উর্দি পরে হামলা চালায় জঙ্গিরা। নির্বিচারে গুলি চালিয়ে গ্রামবাসীদের হত্যা করেছে তারা।
এর পাশাপাশি, উত্তর-পূর্ব নাইজেরিয়ার মুবি শহরে একটি পানশালায় বিস্ফোরণ ঘটিয়ে কমপক্ষে চল্লিশ জনকে হত্যা করেছে জঙ্গিরা। বোকো হারাম জঙ্গিগোষ্ঠীর হত্যালীলায় এই বছরেই নাইজেরিয়ায় মৃত্যু হয়েছে দুহাজারেরও বেশি মানুষের। কয়েকমাস আগেই বোর্নো থেকে প্রায় তিনশো স্কুলছাত্রীকে অপহরণ করে বোকো হারাম জঙ্গিগোষ্ঠী। এখনও তাঁদের পণবন্দি করে রাখা হয়েছে
First Published: Monday, June 2, 2014, 15:12