Last Updated: Monday, June 2, 2014, 15:12
নাইজেরিয়ার উত্তর পশ্চিমাঞ্চলের একের পর এক গ্রামে হামলা চালিয়ে বহু নিরীহ মানুষকে হত্যা করল বোকো হারাম জঙ্গিরা। ক্যামেরুন সীমান্তবর্তী বোর্নো প্রদেশের গাম্বরু নগালা জেলায় চারটি গ্রামে সেনার উর্দি পরে হামলা চালায় জঙ্গিরা। নির্বিচারে গুলি চালিয়ে গ্রামবাসীদের হত্যা করেছে তারা।