Last Updated: April 27, 2014 20:39
শনিবার রাতে নাইট রাইডার্স এবং কিংস ইলেভেন পাঞ্জাবের মধ্যে আই পি ম্যাচ চলার সময় পোস্তা এলাকায় বেটিংয়ের আসরে হানা দিয়ে ন`জনকে গ্রেফতার করে কলকাতা পুলিসের গোয়েন্দা শাখা। আইপিএল মরশুম শুরু হতেই এক নম্বর বৈশাখ স্ট্রিটের বাড়িতে সক্রিয় হয়ে উঠেছিল বেটিং চক্র।
গ্রেফতার করা হয়েছে চক্রের মূল পাণ্ডা মোতী পাঠানিকে। ওই বাড়ির মালিক সুনীল পোদ্দারকেও খুঁজছে পুলিস। এই চক্রের সঙ্গে দিল্লি ও মুম্বইয়ের বেটিং চক্রের যোগ রয়েছে বলে অনুমান গোয়েন্দাদের। ধৃতদের মধ্যে পাঁচজনকে দুদিনের পুলিস হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।
First Published: Sunday, April 27, 2014, 20:39