Last Updated: December 16, 2013 08:30

এক বছর আগে রাজধানীর রাস্তায় নারকীয় ঘটনার শিকার হয়েছিল মেয়ে। বিক্ষোভের জেরে ১৩ দিনের লড়াইয়ে তাঁর মেয়ে হয়ে উঠেছিলেন ভারতের মেয়ে। গণতন্ত্রে চৌকাঠ পেরিয়ে বদলেছে দেশের আইন। কিন্তু, বদলেছে কি মানুষের ভাবনা? ধর্ষিতার প্রতি আজও কি বদলেছে ধারনা? ঘটনার এক বছর পরও পরিস্থিতি একই রয়েছ বলেই মনে করেন নির্ভয়ার বাবা।
বছর ঘুরে আজ আবার সেই ১৬ ডিসেম্বর। এক বছর আগে এ দিন রাতেই বাড়ি ফেরার সময় চলন্ত বাসে ৬ জনে মিলে নৃশংস ধর্ষণ, খুনের চেষ্টা চালায় তাঁর মেয়ের ওপর। জি নিউজকে দেওয়া সাক্ষাতকারে বারবারই মেয়ের স্মৃতিতে চোখ ভিজে উঠছিল অসহায় বাবার। বলেন, "ধর্ষণ নিয়ে আইনই শুধু বদলেছে, সমাজ একই জায়াগায় থেমে রয়েছে। আমাদের চোখের জল এখনও শুকিয়ে যায়নি। প্রতিদিনই ওর স্মৃতিতে আরও গভীরভাবে ডুবে যাচ্ছি। সবসময় মনে হয় বাড়িতে কেউ কেঁদে চলেছে।"
ভারতীয় দণ্ডবিধির ৩৫৭ ধারায় বদল, রাস্তায় পুলিস ভ্যানের সংখ্যা বাড়ানো, মহিলাদের জন্য হেল্পলাইন নম্বরের ঘোষনা, কেন্দ্রীয় সরকারের ১০০ কোটি টাকার নির্ভয়া প্রকল্প-তারপর? এক বছরে দেশে ধর্ষণ হয়েছে ক্রমাগত, কিন্তু এখনও ছোঁয়াও হয়নি নির্ভয়া প্রকল্পের টাকা। কারণ, কাগজে-কলমে ঘোষনা হলেও বাস্তবায়িত হতে এখনও বাকি প্রকল্প। ঠিক যেভাবে আইনের চোখে বদলে গেলে সমাজের চোখে এখনও বদলায়নি ধর্ষণের সংজ্ঞা।
First Published: Monday, December 16, 2013, 08:30