বিহারের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে জিতেন রাম মাঝির নাম ঘোষনা করলেন নীতিশ কুমার

বিহারের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে জিতেন রাম মাঝির নাম ঘোষনা করলেন নীতিশ কুমার

বিহারের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে জিতেন রাম মাঝির নাম ঘোষনা করলেন নীতিশ কুমার নিজের ইস্তফা পেশের পরই বিহারের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে জিতেন রাম মাঝির নাম ঘোষনা করলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী নীতিশ কুমার। এ দিন সাংবাদিক বৈঠকে জিতেন রাম প্রসঙ্গে নীতিশ বলেন, "জিতেন খুবই অক্ষিজ্ঞ নেতা। দলের জন্য ওর অবদান অনেক।" নতুন মুখ্যমন্ত্রী হিসেবে জিতেন মাঝির নাম ঘোষনার আগে তাঁকে নিয়ে রাজ্যপালের সঙ্গে দেখা করেন নীতিশ কুমার।

নিজের ইস্তফা নিয়ে শুরু থেকেই কড়া অবস্থানে থাকলেও এ দিন নীতিনশ জানান ২০১৫ সালে বিধানসভায় জিতলে তিনি আবারও মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে চাইবেন। এর আগে রাজ্যের জেডি(ইউ) সভাপতি বশিষ্ঠ নারায়ন সিং ও নেতা রাজীব রঞ্জন লালনের সঙ্গে সাংবাদিক সম্মলনে নীতিশ বলেন তাঁর পদত্যাগের সিদ্ধান্ত কখনই আবেগতাড়িত নয়। কঠিন রাজনৈতিক সমীকরণ মাথায় রেখেই ইস্তফা দিয়েছেন তিনি। সেইসঙ্গেই আগামী বছর বিধানসভা নির্বাচনে কঠিন লড়াইয়ের জন্য সমর্থকদের কাছে আবেদন জানিয়েছেন তিনি। বলেন, "আমার দায়িত্ব বরং বেড়ে গেল। এখন সরকারকে পথ দেখানোর পাশাপাশি রাজ্যে দলের সংগঠন জোরালো করার দায়িত্ব আমার।"

লোকসভা নির্বাচনে দলের হারের কারণেই তিনি সরে দাঁড়ালেন বলে জানিয়েছেন নীতিশ। ২০০৯ সালে ২০টা আসন থেকে ২০১৪-য় জেডি(ইউ) আসন সংখ্যা কমে মাত্র ২টি আসনে এসে দাঁড়িয়েছে।

First Published: Monday, May 19, 2014, 20:33


comments powered by Disqus