Last Updated: Monday, May 19, 2014, 20:33
নিজের ইস্তফা পেশের পরই বিহারের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে জিতেন রাম মাঝির নাম ঘোষনা করলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী নীতিশ কুমার। এ দিন সাংবাদিক বৈঠকে জিতেন রাম প্রসঙ্গে নীতিশ বলেন, "জিতেন খুবই অক্ষিজ্ঞ নেতা। দলের জন্য ওর অবদান অনেক।" নতুন মুখ্যমন্ত্রী হিসেবে জিতেন মাঝির নাম ঘোষনার আগে তাঁকে নিয়ে রাজ্যপালের সঙ্গে দেখা করেন নীতিশ কুমার।