সংবাদপত্রের দফতরে জঙ্গিহামলা নাইজেরিয়ায়, নিহত ৪০

সংবাদপত্রের দফতরে জঙ্গিহামলা নাইজেরিয়ায়, নিহত ৪০

সংবাদপত্রের দফতরে জঙ্গিহামলা নাইজেরিয়ায়, নিহত ৪০ নাইজেরিয়ায় সংবাদপত্রের দফতরে ভয়াবহ হামলা চালাল জঙ্গিরা। দুটি অত্মঘাতী হামলায় মোট ৪০ জন নিহত হয়েছেন, আহত শতাধিক। রাজধানী আবুজায় "দিস ডে" নামে একটি সংবাদপত্রের দফতরে আত্মঘাতী হামলা চালায় এক জঙ্গি। ওই ঘটনায় ৩৭ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। ওই একই সংবাদপত্রের কডুনা প্রদেশের অফিসেও হামলা চলে। সেখানে মৃত্যু হয়েছে ৩ জনের। ওই বাড়িটিতে আরও দুটি সংবাদপত্রের দফতর আছে বলে জানা গিয়েছে।


কোনও জঙ্গি সংগঠন ঘটনার দায় স্বীকার করেনি।

First Published: Friday, April 27, 2012, 16:50


comments powered by Disqus