শিক্ষক নিয়োগে প্রশিক্ষনহীনদের ছাড় দিতে নারাজ কেন্দ্র, কলকাতায় স্পষ্ট করলেন স্মৃতি ইরানি

শিক্ষক নিয়োগে প্রশিক্ষনহীনদের ছাড় দিতে নারাজ কেন্দ্র, কলকাতায় স্পষ্ট করলেন স্মৃতি ইরানি

শিক্ষক নিয়োগে প্রশিক্ষনহীনদের ছাড় দিতে নারাজ কেন্দ্র, কলকাতায় স্পষ্ট করলেন স্মৃতি ইরানি প্রাইমারি ও সেকেন্ডারিতে শিক্ষক নিয়োগে প্রশিক্ষণহীনদের আর ছাড় দিতে নারাজ কেন্দ্র। আজ ঘনিষ্ঠ মহলে এ কথা জানিয়েছেন কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়নমন্ত্রী স্মৃতি ইরানি। আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও দেখা করেন কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়নমন্ত্রী। তাঁদের মধ্যেও এ বিষয়ে কথা হয়েছে বলে মনে করা হচ্ছে।

এ বছর একত্রিশে মার্চ পর্যন্ত রাজ্যে প্রাইমারি ও সেকেন্ডারিতে শিক্ষক নিয়োগের পরীক্ষায় প্রশিক্ষণহীনদের সুযোগ দিতে ছাড় দেয় কেন্দ্র। কিন্তু রাজ্য সরকারের তরফে একত্রিশে মার্চ সময়সীমা বৃদ্ধির জন্য অনুরোধ করা হয়েছিল কেন্দ্রকে। কারণ যে পদ্ধতিতে রাজ্য এবার টেট পরীক্ষা নিচ্ছিল, তাতে একত্রিশে মার্চের পরেও প্রশিক্ষণহীনদের নিয়োগ করতে হোত। ফলে প্রাইমারি ও সেকেন্ডারিতে শিক্ষক নিয়োগের দুটি পরীক্ষায় এই মুহূর্তে আটকে রয়েছে। কয়েক লক্ষ চাকরি প্রার্থী টাকা দিয়ে আবেদন পত্র কিনে আবেদন করলেও তাঁদের পরীক্ষায় বসা অনিশ্চিত হয়ে পড়েছে। এই অবস্থায় প্রশিক্ষণহীনদের সুযোগ দেওয়ার ক্ষেত্রে ফের কেন্দ্রের কাছে আর্জি জানিয়েছে রাজ্য সরকার। একাধিকবার পাঠানো হয়েছে চিঠিও। কিন্তু প্রশিক্ষণহীনদের নিয়োগের ক্ষেত্রে ছাড়ের সময়সীমা বাড়াতে যে মোটেই আগ্রহী নয় কেন্দ্র,শুক্রবার কলকাতায় রাজ্য বিজেপি দফতরে ঘনিষ্ঠ মহলে সে কথা জানিয়ে দিয়েছেন কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়নমন্ত্রী।

শুক্রবার বিজেপির রাজ্য দফতরে কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়নমন্ত্রী স্মৃতি ইরানির সঙ্গে দেখা করেন প্রশিক্ষণপ্রাপ্ত পরীক্ষার্থীরা। স্মৃতি ইরানিকে নিজেদের অভাব অভিযোগের কথা জানিয়েছেন তাঁরা।

First Published: Friday, July 4, 2014, 18:28


comments powered by Disqus