Last Updated: December 4, 2013 12:26

আজ থেকে শুরু হচ্ছে বিধানসভার প্ল্যাটিনাম জুবিলির সমাপ্তি অনুষ্ঠান। ডাকা হয়েছে বিশেষ অধিবেশন। বক্তাদের তালিকায় রয়েছেন রাষ্ট্রপতি থেকে লোকসভার স্পিকার। অতিথিদের তালিকায় মান্যগণ্যরা। কিন্তু, তারপরেও সর্বাঙ্গসুন্দর হচ্ছে না এই রাজসূয় যজ্ঞ। কারণ, অনুষ্ঠানে উপস্থিত থাকলেও বিশেষ অধিবেশনে যোগ দিচ্ছে না বিরোধী শিবির। অধিবেশন কক্ষে রয়েছেন শুধু তৃণমূল বিধায়করা।
এ দিন অনুষ্ঠান শুরুর আগে বিরোধী দলনেতা সূর্যকান্ত মিশ্র বলেন, "সূচনা অনুষ্ঠানে যোগ দিয়েছিল বামেরা। সমাপ্তি অনুষ্ঠানেও সহযোগিতা করেছে। কিন্তু বিধানসভায় যেসব ঘটনা ঘটেছে তা অত্যন্ত দুর্ভাগ্যজনক।" এর প্রতিবাদেই ৭৫ বছর পূর্তি অনুষ্ঠানে উপস্থিত থাকলেও অধিবেশনে না থাকার সিদ্ধান্ত নিয়েছে বামেরা।
First Published: Wednesday, December 4, 2013, 12:26