Last Updated: April 4, 2014 16:39

তাঁর দলের হাতে টাকা নেই। একথা বহুবার শোনা গিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গলায়। ভোট প্রচারেও নাকি এ জন্য সমস্যায় পড়তে হচ্ছে তাঁকে! সেই মুখ্যমন্ত্রীই এবার প্রচার করছেন বেসরকারি বিমান ভাড়া করে।
কয়েকদিন আগে পর্যন্তও হেলিকপ্টার নিয়ে প্রচারে বেরোচ্ছিলেন তিনি। গত সপ্তাহে পশ্চিম মেদিনীপুরে সভায় যাওয়ার আগে তাঁর হেলিকপ্টারটি খারাপ হয়ে যায়। এর পিছনে চক্রান্তের অভিযোগ তোলেন মুখ্যমন্ত্রী। রাষ্ট্রায়ত্ত্ব সংস্থা পবন হংসের হেলিকপ্টার ব্যবহারের কথা বলা হলেও, তিনি তা নিতে অস্বীকার করেন। কারণ হিসেবে তিনি বলেছিলেন, প্রচারের জন্য রাষ্ট্রায়ত্ত্ব সংস্থার হেলিকপ্টার ব্যবহারের অনুমতি তাঁকে দেয়নি নির্বাচন কমিশন। কিন্তু নরেন্দ্র মোদী বা সোনিয়া গান্ধীরা নিয়মিতভাবে পবন হংসের হেলিকপ্টার ব্যবহার করছেন বলে অভিযোগ করেন মুখ্যমন্ত্রী। সেই মমতা বন্দ্যোপাধ্যায়ই এখন একেবারে চাটার্ড ফ্লাইট বেছে নিয়েছেন।
কিন্তু প্রশ্ন, বিমান ব্যবহারের খরচ হেলিকপ্টারের থেকে অনেকবেশি। এবার তাহলে টাকা কোথা থেকে আসছে? বিমানটি যে সংস্থার তার মালিক অবশ্য তৃণমূল কংগ্রেসেরই এক সাংসদ। তা হলেও কিন্তু নির্বাচন কমিশনের বিধি অনুযায়ী তা ব্যবহারের খরচ দলের খরচ হিসেবেই ধরতে হবে।
First Published: Friday, April 4, 2014, 16:39