Last Updated: Friday, April 4, 2014, 16:39
তাঁর দলের হাতে টাকা নেই। একথা বহুবার শোনা গিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গলায়। ভোট প্রচারেও নাকি এ জন্য সমস্যায় পড়তে হচ্ছে তাঁকে! সেই মুখ্যমন্ত্রীই এবার প্রচার করছেন বেসরকারি বিমান ভাড়া করে।
more videos >>