Last Updated: December 20, 2012 10:13

একদিকে গুজরাত বিধানসভা নির্বাচনের ভোটগণনা চলাকালীনই খোদ গুজরাত মুখ্যমন্ত্রীর গলায় আত্মবিশ্বাসের সুর। প্রথম কয়েকদফার গণনা শেষে স্পষ্ট হয়ে গিয়েছে, নরেন্দ্র মোদীর আসন তাঁরই থাকছে। এই নিরিখে মোদী জানিয়েছেন, পেছনের দিকে ফরে তাকাবেন না তিনি।
এদিন সকালে মোদী টুইট করে জানিয়েছেন, "পেছনে তাকানোর প্রয়োজন নেই। অফুরন্ত শক্তি, ধৈর্য ও সাহসের সঙ্গে আমাদের এগিয়ে যেতে হবে।" অন্যদিকে কংগ্রেসের তরফে জগদম্বিকা পাল জানিয়েছেন, "আমরা কোনও বিকল্প দিতে পারিনি।" এক কথায় কংগ্রেসের নাস্তানাবুদ হওয়াকে মেনে নিয়েছেন কংগ্রেস নেত্রী। তিনি আরও বলেন, বিজেপির তরফে জানিয়ে দেওয়াই হয়েছে, গুজরাতে তারা সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে পারলে মুখ্যমন্ত্রী হবেন নরেন্দ্র মোদী।
First Published: Thursday, December 20, 2012, 10:13