Last Updated: August 26, 2013 20:01

বিয়ের পর আর পর্দায় চুমু নয়। এই শপথ নিয়েছিলেন বিয়ের সময়ই। তারপরই শুদ্ধি ছবিতে হৃতিককে চুমু খেতে আপত্তি করেন করিনা। অন্য একটি ছবিতে ইমরান হাসমিকে চুমু খেতে চাননি তিনি। আর এবার একই আপত্তি তুললেন হাবি সইফের ক্ষেত্রেও।
কিছুদিন আগেই সইফ একটি ছবির স্ক্রিপ্ট শোনার সময় উপস্থিত ছিলেন করিনাও। এই চুম্বন দৃশ্যের কথা শুনেই আপত্তি তোলেন তিনি। সইফও করিনার কথা মেনে নিয়ে অনুরোধ করেছেন চিত্রনাট্য থেকে যেন দৃশ্যটি বাদ দিয়ে দেওয়া হয়।
বিয়ের আগে লভ আজ কল ছবিতে দীপিকা পাডুকোনকে চুমু খেয়েছিলেন সইফ। কমবকত ইশক ছবিতে অক্ষয় কুমারের সঙ্গে চুম্বন দৃশ্য ছিল করিনার।
First Published: Monday, August 26, 2013, 20:01