আপাতত দাবদাহ থেকে নিস্তার নেই দক্ষিণবঙ্গে

আপাতত দাবদাহ থেকে নিস্তার নেই দক্ষিণবঙ্গে

আপাতত দাবদাহ থেকে নিস্তার নেই দক্ষিণবঙ্গেথেকে থেকে গরম হাওয়ার হল্কা। পুড়ছে গোটা দক্ষিণবঙ্গ। তাপ থেকে বাঁচতে কেউ ডুব দিচ্ছে পুকুরে, কেউ আবার খুঁজে নিচ্ছেন গাছের ছায়া। আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে এমন পরিস্থিতি চলবে আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টা। দক্ষিণবঙ্গের ৫ জেলায় তাপপ্রবাহ অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। আগামী দুদিন দক্ষিণবঙ্গের আবহাওয়া শুষ্ক ও উত্তপ্ত থাকবে বলেও জানানো হয়েছে।  

রবিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা গিয়ে পৌঁছয় ৩৯.৪ ডিগ্রিতে। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮ ডিগ্রি। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ পরিমাণ ছিল ৯২%। সর্বনিম্ন ২৪%। প্রচণ্ড তাপমাত্রার সঙ্গে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ অত্যন্ত বেশি থাকায় গরমের সঙ্গেই বেড়েছে অস্বস্তিসূচক। আবহাওয়া দফতর জানিয়েছে নিম্নচাপ অক্ষরেখা দুর্বল হয়ে পড়ায় আপাতত দক্ষিণবঙ্গে বৃষ্টিরও কোনও সম্ভাবনা নেই। তবে উত্তরবঙ্গে বৃষ্টি এবং কালবৈশাখীর দাপট অব্যাহত থাকবে।
 






First Published: Sunday, April 22, 2012, 19:02


comments powered by Disqus