Last Updated: Sunday, April 22, 2012, 18:57
থেকে থেকে গরম হাওয়ার হল্কা। পুড়ছে গোটা দক্ষিণবঙ্গ। তাপ থেকে বাঁচতে কেউ ডুব দিচ্ছে পুকুরে, কেউ আবার খুঁজে নিচ্ছেন গাছের ছায়া। আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে এমন পরিস্থিতি চলবে আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টা।
more videos >>