Last Updated: April 9, 2014 22:37

দিনভর কলকাতার আকাশ মেঘলা থাকলেও বৃষ্টির সম্ভাবনা নেই। জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দফতর। নিম্নচাপ অক্ষরেখা দুর্বল। জলীয় বাষ্পও বায়ুমণ্ডলের নিচুস্তরে। সে কারণেই আপাতত আরও কয়েকদিন অস্বস্তির গরমে থাকতে হবে দক্ষিণবঙ্গকে। তবে উত্তরবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। কলকাতা সহ দক্ষিণবঙ্গে গরমে হাঁসফাঁস অবস্থা।
বুধবার সকাল থেকে মেঘ রোদের খেলা আশা জাগিয়েছিল। কিন্তু বৃষ্টি হল না। আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, আগামী কয়েকদিন বৃষ্টির কোনও সম্ভাবনাও নেই।
চৈত্রের প্রায় শেষ। কালবৈশাখির দেখাও সেভাবে নেই। বৃষ্টি না হলে শুষ্ক আবহাওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। তবে উত্তরবঙ্গের দুই জেলা দার্জিলিং ও জলপাইগুড়ির কিছু জায়গায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।
First Published: Wednesday, April 9, 2014, 22:37