Last Updated: June 8, 2014 09:21

উত্তরপ্রদেশের বদায়ুঁতে দুই কিশোরীকে গণধর্ষণ ও খুনের পিছনে কি অন্য চক্রান্ত রয়েছে ? তেমনই মন্তব্য রাজ্য পুলিসের ডিজির। এক কিশোরীর দেহে মেলেনি ধর্ষণের প্রমাণ। খুনের পিছনে থাকতে পারে অন্য উদ্দেশ্যও। ধৃত পাঁচ জন নির্দোষও হতে পারে । জানিয়েছেন ডিজি।
উত্তরপ্রদেশের বদায়ূঁতে দুই কিশোরীর গণধর্ষণের তদন্তে নাটকীয় মোড়। সাংবাদিক সম্মেলন ডেকে রাজ্য পুলিসের ডিজি এল ব্যানার্জি বললেন, ঘটনায় গ্রেফতার পাঁচ ব্যক্তি নির্দোষও হতে পারে। এমনকি একজন কিশোরীর দেহে ধর্ষণের প্রমাণ মেলেনি বলেও দাবি তাঁর। তাঁর মতে, খুনের পিছনে ধর্ষণ ছাড়া অন্য উদ্দেশ্যও থাকতে পারে। তিনি জানিয়েছেন, ধৃতদের নার্কো অ্যানালিসিস ও লাই ডিটেক্টর টেস্ট করা হবে ।
গত ২৮ মে বয়াদূঁর কাতরা সাদাতগঞ্জ গ্রামে দুই কিশোরীর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। তাঁদের গণধর্ষণ করে খুন করা হয়েছে বলে প্রাথমিক তদন্তে প্রমাণ মেলে। এই ঘটনায় দেশজুড়ে সমালোচনার মুখে পড়ে উত্তরপ্রদেশ সরকার। চাপের মুখে সিবিআই তদন্তের সুপারিশ করেন অখিলেশ যাদব। গাফিলতির অভিযোগে সাসপেন্ড করা হয়েছে বদায়ূঁর জেলাশাসক ও এস এস পি কে। বদলি হয়েছেন ৬৬ জন আইএএস এবং ৪২ জন আইপিএস অফিসার। যদিও সমস্ত তত্পরতা ঢেকে দিয়ে নতুন বিতর্কের জন্ম দিয়েছে ডিজি-র মন্তব্য।
First Published: Sunday, June 8, 2014, 09:21