Last Updated: Sunday, June 8, 2014, 09:21
উত্তরপ্রদেশের বদায়ুঁতে দুই কিশোরীকে গণধর্ষণ ও খুনের পিছনে কি অন্য চক্রান্ত রয়েছে ? তেমনই মন্তব্য রাজ্য পুলিসের ডিজির। এক কিশোরীর দেহে মেলেনি ধর্ষণের প্রমাণ। খুনের পিছনে থাকতে পারে অন্য উদ্দেশ্যও। ধৃত পাঁচ জন নির্দোষও হতে পারে । জানিয়েছেন ডিজি।