মঙ্গলাহাট নিয়ে বৈঠকে মিলল না সমাধানসূত্র, No solution in meet regarding Manglahat

মঙ্গলাহাট নিয়ে বৈঠকে মিলল না সমাধানসূত্র

মঙ্গলাহাট নিয়ে বৈঠকে মিলল না সমাধানসূত্রমঙ্গলাহাট নিয়ে সরকারের সঙ্গে ব্যবসায়ীদের বৈঠকে কোনও সমাধানসূত্র বেরল না। মঙ্গলবার মহাকরণে শ্রমমন্ত্রী পূর্ণেন্দু বসুর সঙ্গে বৈঠক করেন মঙ্গলাহাটের ব্যবসায়ীদের একটি প্রতিনিধিদল। মন্ত্রীর কাছে তাঁরা দাবি করেন ব্যবসায়ীদের বঙ্কিম সেতুর উপরেই বসতে দিতে হবে। কিন্তু সেই দাবি মানতে রাজি হয়নি সরকার। শ্রমমন্ত্রী জানান ব্যবসায়ীরা বিকল্প জায়গার প্রস্তাব দিলে তাঁদের সেখানে পুনর্বাসনের ব্যবস্থা করতে পারে সরকার। তবে ব্যবসায়ীরা কোনও বিকল্প জায়গার খোঁজ দেননি সরকারকে। বঙ্কিম সেতুকে যানজট মুক্ত করার জন্য সেতুর উপর হাট বসতে দিচ্ছে না সরকার। তার বিরুদ্ধে গত কয়েক সপ্তাহ ধরেই বিক্ষোভ দেখাচ্ছেন ব্যবসায়ীরা।

First Published: Wednesday, November 2, 2011, 11:49


comments powered by Disqus