Last Updated: Thursday, December 8, 2011, 20:12
শ্রমমন্ত্রী পূর্ণেন্দু বসুর বিরুদ্ধে বিশ্বাসঘাতকতার অভিযোগ তুলল কানোরিয়া জুটমিলের সংগ্রামী শ্রমিক ইউনিয়ন। তাদের দাবি, গত বাইশে জুলাই ত্রিপাক্ষিক বৈঠকে ঠিক হয়, দশই নভেম্বরের মধ্যে মিলে পুরোদমে কাজ শুরু হবে। কিন্তু, এখনও ছবিটা বদলায়নি।